চন্দনা নদীতে মিলল ইজিবাইক চালকের মরদেহ
রাজবাড়ীর কালুখালীতে চন্দনা নদী থেকে ভাসমান অবস্থায় মো. আসলাম প্রমানিক (৪২) নামের এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ জুন) সকাল ৭টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রতনদিয়া ইউনিয়নের চাঁদপুর ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত আসলাম প্রামাণিক রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের পিয়ার আলী প্রমাণিকের ছেলে।
বিজ্ঞাপন
জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হন আসলাম। রাতে আর বাড়িতে ফেরেননি তিনি। বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা কালুখালী উপজেলার চন্দনা নদীতে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পান। তার পুলিশকে খবর দিলে পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
নিহত আসলাম প্রামাণিকের চাচাতো ভাই সিদ্দিক প্রমাণিক বলেন, মঙ্গলবার সকাল আনুমানিক ৯টার দিকে খাওয়া-দাওয়া করে প্রতিদিনের মতো ইজিবাইক নিয়ে বের হন আসলাম। ওই দিন তিনি আর রাতে বাড়িতে ফেরেননি। বুধবার সকাল ৭টার দিকে আসলামের স্ত্রী পাংশা থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর কালুখালী থানা থেকে সকাল ৮টার দিকে ফোন দিয়ে আমাদের জানানো হয় আমার ভাইয়ের মরদহে পাওয়া গেছে চন্দনা নদীতে।
রাজবাড়ীর পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার বলেন, আমরা সকাল ৭টার দিকে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করি। মরদেহের সঙ্গে থাকা ভোটার আইডিকার্ড দিয়ে তার পরিচয় শনাক্ত করতে পেরেছি। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি ছিনতাইকারীরা তার ইজিবাইকটি ছিনতাই করে তাকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দিয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
মীর সামসুজ্জামান সৌরভ/এএমকে