লাইসেন্স ছাড়াই গাড়ি নিয়ে সড়কে ব্যবসায়ীপুত্র, দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের
চট্টগ্রাম নগরের হালিশহরে বেপরোয়া গতিতে চালানো একটি প্রাইভেট কারের চাপায় ওসমান গণি (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন।
বুধবার (১১ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে বড়পোল এলাকার সিলভার বেলস স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত ওসমান গণির বাড়ি বান্দরবান জেলায়। তিনি সাইকেলে করে বড়পোলের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কার তাকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি সড়কের পাশে ছিটকে পড়েন এবং এরপর গাড়িটি তার ওপর উঠে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ঘটনার পর স্থানীয় লোকজন গাড়িচালককে আটক করে মারধর করেন। খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। গাড়িটি জব্দ করা হয়েছে।
হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) তীর্থঙ্কর দাশ বলেন, গাড়িটি চালাচ্ছিলেন তানিম হোসেন (১৯)। তিনি নগরের হালিশহর আবাসিক এলাকার বাসিন্দা ব্যবসায়ী আশরাফ হোসেনের ছেলে এবং চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার ড্রাইভিং লাইসেন্স নেই।
এসআই তীর্থঙ্কর বলেন, তানিম সেভাবে গাড়ি চালাতে জানে না। ঈদের ছুটির কারণে সড়ক কিছুটা ফাঁকা ছিল। এ সুযোগে প্রাইভেট কার নিয়ে বের হয়ে বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন। এতে এই দুর্ঘটনা ঘটে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমআর/এমজে