আইফোন ও টাকা লুটের জন্য কলেজছাত্রকে হত্যা, গ্রেপ্তার ১
আইফোন মোবাইল ও নগদ টাকা লুটের জন্য সাভারের আশুলিয়ায় আনন্দ রায় বাসফোর (২০) নামে এক কলেজ পড়ুয়া শিক্ষার্থীকে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হৃদয় আহমেদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (১২ জুন) রাতে র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার জালিস মাহমুদ খান ঢাকা পোস্টকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুপুরে সাভারের আশুলিয়ার বাড়ইপাড়া সিকদার বাড়ি এলাকায় র্যাবের অভিযানিক একটি দল তাকে গ্রেপ্তার করে।
বিজ্ঞাপন
নিহত আনন্দ রায় বাসফোর মান্নান ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
র্যাব-৪ জানায়, ঈদের পরের দিন আনন্দ তার বন্ধুদের সঙ্গে পিকনিকে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। কিন্তু সে আর বাসায় ফিরে আসেনি। পরে আশুলিয়ার কবিরপুর রেডিও সেন্টারের বাউন্ডারির ভেতরে ডোবা থেকে আনন্দের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় নিহতের কাছে থাকা আইফোন মোবাইল ও নগদ টাকা লুট করে নেয় হত্যাকারীরা। পরে র্যাব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্তে নামে।
বিজ্ঞাপন
র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার জালিস মাহমুদ খান ঢাকা পোস্টকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হৃদয় আহমেদ ওরফে ফরহাদকে গ্রেপ্তার করা হয়েছে। আনন্দ হত্যার ঘটনায় হৃদয় জড়িত রয়েছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃতকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
লোটন আচার্য্য/এমজে