ঠাকুরগাঁও পৌরসভার মেয়র ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য আঞ্জুমান আরা বন্যা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। বর্তমানে তিনি ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি রয়েছেন।

সোমবার (০৭ জুন) রাতে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন মাহফুজুর রহমান সরকার।

সিভিল সার্জন বলেন, করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে সোমবার দুপুরের দিকে পৌর মেয়রের নমুনা সংগ্রহ করে জরুরি ভিত্তিতে পরীক্ষা করা হয়। বিকেলে করোনা পজিটিভ আসায় তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এছাড়া তার পরিবারের অন্যরা সুস্থ রয়েছেন।

হাসপাতাল তথ্য মতে, সোমবার জেলা নতুন করে ২২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলা ১৫ জন,বালিয়াডাঙ্গী উপজেলায় ৩, রানীশংকৈলে ২ ও হরিপুরে ২ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ১৭৮২ জন। যাদের মধ্যে ১৫৮৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। মৃত্যু হয়েছে ৪০ জনের।

নাহিদ/এসএম