যশোরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত
যশোরের চৌগাছায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইকে ছুরিকাঘাতে হত্যা করেছে ছোট ভাই। শনিবার (১৪ জুন) দুপুরে উপজেলার পুড়াহুদা গ্রামে এ ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত রবিউলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১০টার দিকে তিনি মারা যান।
বিজ্ঞাপন
নিহতের ছেলে খালিদ হাসান জানান, শনিবার দুপুর ১টার দিকে রান্নাঘরের টিন বিক্রি করতে বাধা দিলে চাচা ইব্রাহিম ধারালো ছুরি দিয়ে তার বাবাকে কুপিয়ে জখম করে। এ সময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তার বাবাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, বিষয়টি শুনেছি। জায়গা-জমি সংক্রান্ত বিরোধে এ হত্যাকাণ্ড। তবে এখনও কোনো অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
রেজওয়ান বাপ্পী/এমএন