চুরির অপবাদে নিয়ে যায় যুবককে, সকালে মিলল হাত-পা বাঁধা মরদেহ
গাজীপুরে চুরির অপবাদ দিয়ে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গাজীপুর সিটি করপোরেশনের চাপুলিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
রোববার (১৫ জুন) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের নাম শাহরিয়ার রহমান হ্যাভেন (৩৪)। তিনি চাপুলিয়া এলাকার হুমায়ূন কবিরের ছেলে।
বিজ্ঞাপন
পুলিশ ও নিহতের পরিবারের অভিযোগ সূত্রে জানা গেছে, শাহরিয়ার রহমান হ্যাভেনের পরিবারের সঙ্গে জমি-জমা নিয়ে প্রতিপক্ষের পূর্ব বিরোধ ছিল। শনিবার সন্ধ্যায় প্রতিপক্ষের লোকজন হ্যাভেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এবং চুরির অপবাদ দিয়ে তাকে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে ভোরের দিকে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রোববার সকাল ৭টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, হ্যাভেনের বিরুদ্ধে থানায় চুরিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। সকালে তার হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পাসহ সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে, স্বজনদের অভিযোগের ভিত্তিতে মামলাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
শিহাব খান/আরকে