মুন্সিগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলায় ৮৩ জন আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত। মঙ্গলবার (৮ জুন) দুপুরের দিকে মুন্সিগঞ্জ আদালতে ৮৩ জন আসামি আত্মসমর্পণ করেন।

মুন্সিগঞ্জ আমলি আদালত-১ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলার চরাঞ্চলের আধরা, চরকেওয়ার ও মোল্লাকান্দি ইউনিয়নের মোল্লাকান্দি, খাসকান্দি এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটে। এসব ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় একাধিক পাল্টাপাল্টি মামলা হয়।

মুন্সিগঞ্জ কোর্টপরিদর্শক জামাল উদ্দিন বলেন, মুন্সিগঞ্জ থানার পৃথক ২টি মামলার ৮৩ জন আসামি আত্মসমর্পণ করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

এমএসআর