৭ মাস বিদেশে চিকিৎসা শেষে সুস্থ হয়ে এলাকায় ফিরেছেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের চারবারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। তার প্রত্যাবর্তনে নেতাকর্মীদের মাঝে দেখা গেছে আনন্দ ও আবেগঘন পরিবেশ।

গতকাল বিকেলে চৌমুহনী চৌরাস্তায় ফুলেল শুভেচ্ছা ও পাপড়ি ছিটিয়ে তাকে বরণ করেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী। এলাকা জুড়ে ছিল নানা রকমের পোস্টার, ব্যানার ও ফেস্টুন।

জানা যায়, দীর্ঘদিন ধরে লিভার সমস্যায় ভুগছিলেন মো. শাহজাহান। উন্নত চিকিৎসার জন্য দেশ-বিদেশ ঘুরে অবশেষে তিনি সুস্থ হয়ে স্বজনদের মাঝে ফিরে এসেছেন। 

স্থানীয় নেতারা বলেন, শাহজাহান সাহেব শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি আমাদের অভিভাবক। তার ফেরার মধ্য দিয়ে নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।

নোয়াখালী জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা বিএনপি নেতা শাহজাহান ভাইয়ের সুস্থতা কামনায় দলের পক্ষ থেকে বিশেষ দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়েছে।  অবশেষে তিনি আমাদের মাঝে ফিরে এলেন। আমরা সবাই খুব খুশি। এই প্রত্যাবর্তন শুধু একটি আগমনের ঘটনা নয়, এটি যেন নোয়াখালীর রাজনীতিতে নতুন করে জেগে ওঠার এক বার্তা।

এদিকে পথসভায় মো. শাহজাহান বলেন, আমি একটা অনুরোধ করতে চাই, যেখানে আমার বেঁচে থাকার কোনো কথা ছিল না, সেখানে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। ডাক্তাররা আমাকে সুস্থ করতে পারেনি। আমি আপনাদের দোয়ায়, আপনাদের কাছে ফিরে এসেছি। সেজন্য সবাই শুকরিয়া আদায় করবেন। আমার বাকি জীবনে যা কাজ করবো, তার মূল কাজ হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কারো সাথে কেউ মারামারি করবেন না।

তিনি আরও বলেন, বিএনপি কখনও ক্ষমতার রাজনীতি করে না। বিএনপি জনগণের সাথে আছে। আওয়ামী সরকারবিরোধী আন্দোলনে আমাদের দলের নেতাকর্মীরা কম রক্ত দেয়নি। আমরা এ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আহত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি আমরা দায়বদ্ধ। আমাদের দল শাসক হতে চায় না, সেবক হতে চাই। তাই আমরা চাই সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হোক। যে নির্বাচনে ছোট-বড় সকল দল অংশগ্রহণ করবে। এটা নিয়ে ভুলবোঝাবুঝির কোনো অবকাশ নেই। 

তিনি আরও বলেন, রাষ্ট্র সকলের, রাষ্ট্রের মালিক জনগন। ৫ আগস্টের আন্দোলনের পর জনগণ মনে করেছিল তাদের রাষ্ট্রের মালিকানা তারা ফিরে পেয়েছে। কিন্তু জনগন তাদের এ আশাটাকে হৃদয়ে ধরে রাখতে পারেনি। আমাদের মধ্যে আজকে মতপার্থক্য তৈরি হয়েছে, যা কেউ বড় করে দেখছে কেউ ছোট করে দেখছেন। তবে আমি মনে করি এ মতপার্থক্য দূর করে আমাদের ঐক্যবদ্ধ হওয়া খুব একটা কঠিন বিষয় না। তাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মতো আমাদের সবাইকে আবারও ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্রকে গড়ে তুলতে হবে। রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্বকে আরও সুসংগঠিত করার জন্য এবং আধিপত্যবাদ থেকে দেশের জনগনকে রক্ষা করার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। তখনই এ রাষ্ট্র প্রকৃত পক্ষে জনগনের হবে।

পথসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— নোয়াখালী জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুর রহমান, নোয়াখালী সদর উপজেলা বিএনপির সভাপতি সলিমুল্লাহ বাহার হিরন, সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, নোয়াখালী পৌর বিএনপির সভাপতি আবু নাছের, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু প্রমুখ। 

হাসিব আল আমিন/এনএফ