রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় অননুমোদিত ও অবৈধভাবে উৎপাদিত একটি দোজালা গুড়ের কারখানায় ভেজালবিরোধী অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ভেজাল গুড় তৈরি করার অপরাধে কারখানার মালিক সুরুজ প্রামাণিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৫ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।

জানা গেছে, কাপড়ের রং ও রাসায়নিক দ্রব্য দিয়ে দীর্ঘদিন ধরে সুরুজ প্রামাণিক ভেজাল গুড় তৈরি করে আসছিলেন। এমন সংবাদের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ওই কারখানায় অভিযান পরিচালনা করে। এসময় বিভিন্ন রাসায়নিক ও কাপড়ের রং দিয়ে গুড় তৈরির সত্যতা পাওয়ায় অবৈধ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করা এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ও ৪৫ ধারার লঙ্ঘন হওয়ায় গুড় কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ভেজলা গুড়গুলো ধ্বংস করা হয়।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিকসহ জেলা পুলিশের টিম উপস্থিত ছিলেন।

সৌরভ/জেডএস