ঢাকা-বরিশাল মহাসড়কের পশ্চিম বামরাইল নামক স্থানে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে উজিরপুর উপজেলাধীন ওই স্থানে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান।

তিনি বলেন, উজিরপুরের পশ্চিম বামরাইল নামক স্থানে বেপরোয়া একটি বাস ওভারটেক করতে গেলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

ট্রাকটিতে বেদে সম্প্রদায়ের কয়েকজন যাচ্ছিলেন। দুর্ঘটনাস্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।

ওসি বলেন, যে বাসটির জন্য দুর্ঘটনা ঘটেছে সেটি শনাক্তে পুলিশ কাজ করছে।

সৈয়দ মেহেদী হাসান/এএমকে