টঙ্গীতে বিলের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
প্রতীকী ছবি/এআই
গাজীপুরের টঙ্গীতে খেলতে গিয়ে বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ জুন) দুপুরে টঙ্গীর ৫০ নম্বর ওয়ার্ডের গোদারাঘাট নতুন মসজিদের পেছনের বিলে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো—ওয়ার্ল্ড ভিশনের রেজিস্টারভুক্ত শিশু আবু রায়হান (১২) ও এরশাদনগর ৮নং ব্লকের তোফায়েলের ছেলে ওসমান গনি।
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার দুপুর ১২টার দিকে গোদারাঘাট নতুন মসজিদের পেছনের বিলে ফুটবল খেলতে যায় ৮-১০ জন শিশু। ফুটবল খেলার এক পর্যায়ে পানিতে বল পরে গেলে পানি থেকে বল আনতে গিয়ে আবু রায়হান ডুবে যায়। এ সময় তাকে বিল থেকে উঠাতে গিয়ে ওসমান গনীও পানিতে ডুবে যায়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পরে আশপাশের লোকজন বেলা ২টার দিকে তাদেরকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খেলতে গিয়ে দুই শিশু পানিতে ডুবে মারা গেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মানবিক কারণে ময়নাতদন্ত ছাড়া মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শিহাব খান/এএমকে