‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলার ক্ষতিগ্রস্ত কিন্ডারগার্টেনের জন্য বাজেটে আর্থিক বরাদ্দ এবং সরকার ঘোষিত ১৩ জুন সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা বহাল রাখার দাবিতে প্রতীকী অনশন পালিত হয়েছে।

বুধবার (৯ জুন) বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী চাঁদপুর প্রেসক্লাবের সামনে এই প্রতীকী অনশন কর্মসূচির আয়োজন করে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন।

এ সময় বক্তারা বলেন, আমরা সরকারের সব সিদ্ধান্তকে স্বাগত জানাই। কিন্তু কিন্ডারগার্টেন শিক্ষকদের আর্থিক অবস্থা চিন্তা করে বাজেটে বরাদ্দ অন্তর্ভুক্ত করার জন্য জোর দাবি জানাচ্ছি। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে আমাদের বাঁচতে দিন। সরকারের প্রতি আমাদের অনুরোধ রইল।

বক্তব্য দেন সংগঠনের সভাপতি ওমর ফারুক সবুজ ও সহসভাপতি প্রভাষক মাহফুজ উল্লাহ। প্রতীকী অনশনে প্রতিটি উপজেলা ও জেলা কমিটিসহ জেলার ৬৮৬ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

শরীফুল ইসলাম/এনএ