চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ছিনতাই করেন তারা
ঢাকার ধামরাইয়ে ছিনতাই ও মলম পার্টি চক্রের তিন নারী সদস্যকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। বুধবার (৮ জুন) দুপুরে প্রিজনভ্যানে করে অন্য আসামিদের সঙ্গে তাদের আদালতে পাঠানো হয়। তারা মানুষের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়ে ছিনতাই করে বেড়াতেন।
এর আগে একই ধরনের ঘটনায় মঙ্গলবার (৮ জুন) রাতে ধামরাই পৌরসভার উত্তরপাড়া দোয়েল ক্লাব-সংলগ্ন আঞ্চলিক সড়ক থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
বিজ্ঞাপন
গ্রেফতাররা হলো মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার কামতা গ্রামের লিয়াকত আলীর দুই মেয়ে শিরিন ও সালমা। অপরজন একই জায়গার আব্দুস সালামের মেয়ে সুমি আক্তার। তারা দীর্ঘদিন ধরে এই পেশার সঙ্গে জড়িত।
পুলিশ জানায়, ছিনতাইকারী ওই নারীরা প্রথমে ছোট কোনো যানবাহন টার্গেট করেন। এসব যানবাহনে ওঠে নির্জন স্থানে নিয়ে ভয়ভীতি দেখিয়ে বা মরিচের গুঁড়া চোখে ছিটিয়ে ছিনতাই করে চক্রটি। মঙ্গলবার রাতে ইসলামপুর থেকে ধামরাইগামী একটি সিএনজিচালিত অটোরকিশায় আগে থেকেই ওৎ পেতে বসে ছিলেন তিন ছিনতাইকারী।
বিজ্ঞাপন
এ সময় সুইটি বেগম নামে এক যাত্রী ওই সিএনজিতে ওঠে ধামরাই যাওয়ার সময় পৌরসভার উত্তরপাড়া এলাকায় পৌঁছলে ছিনতাইকারীরা তার চোখে-মুখে মরিচের গুঁড়া দিলে তিনি চিৎকার করেন। সেই চিৎকারের শুনে স্থানীয়রা সিএনজি থামিয়ে ওই ৩ নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ সময় সিএনজি চালক পালিয়ে যান।
এ বিষয়ে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রশিদ বলেন, মলম পার্টির ৩ নারী সদস্যের বিরুদ্ধে অপহরণের মামলা হয়েছে। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়।
মাহিদুল মাহিদ/এমএসআর