ডাকাতি করতে গিয়ে নারীকে ছুরিকাঘাত, গণপিটুনিতে ডাকাত নিহত
কক্সবাজার রামু উপজেলায় ডাকাতির সময় গণপিটুনিতে মান্নান (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (২৯ জুন) সকাল ৭টার দিকে খুনিয়াপালং কম্বনিয়ায় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ডাকাত উপজেলার খুনিয়াপালং এলাকার মছনের ছেলে। তার বাবাও ওই এলাকার শীর্ষ ডাকাত ছিলেন বলে জানান পুলিশ ।
বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান।
বিজ্ঞাপন
তিনি জানান, খুনিয়া পালং এলাকায় ডাকাতি করতে গিয়ে ঘরে ডুকে এক নারীকে ছুরিকাঘাত করে মান্নান। এ সময় চিৎকার শুনে আশপাশের মানুষ এসে ডাকাত মান্নানকে ঘেরাও করেন। এসময় ক্ষুব্ধ জনতা তাকে মারধর ও দা দিয়ে কোপায়। এতে ঘটনাস্থলে নিহত হয় মান্নান। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
খুনিয়া পালং এলাকার বাসিন্দা শফিক মিয়া বলেন, ডাকাত মান্নান বাহিনীর অত্যাচারে অতিষ্ট পুরো গ্রামবাসী। সে অনেক নিরীহ মানুষকে হত্যা করেছে। তার মৃত্যুর খবর আমাদের জন্য অনেক স্বস্তির খবর।
বিজ্ঞাপন
সাইদুল ফরহাদ/এমএএস