ফরিদপুরের ভাঙ্গায় পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি পছন্দ না হওয়ায় টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক আটকে বিক্ষোভ করেছেন বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

বুধবার (২ জুলাই) রাত ৯টার পর থেকে ১০টা ১০ মিনিট পর্যন্ত প্রায় এক ঘণ্টা ভাঙ্গা সেতুর উপরে ঢাকা-বরিশাল মহাসড়ক আটকে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা। এসময় ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে রাত সোয়া ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হাইওয়ে পুলিশ।

এর আগে রাতে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেছ আলী এবং সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বাক্ষরিত ভাঙ্গা পৌর সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়। ১৫ সদস্য বিশিষ্ট ওই কমিটির আহ্বায়ক করা হয়েছে এমএ ওয়াদুদকে এবং সদস্য করা হয়েছে জাকির হোসেনকে। বাকি ১৩ জনকে সদস্য করা হয়েছে।

জেলা বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিবের বিরুদ্ধে অর্থের বিনিময়ে কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে ভাঙ্গা পৌর বিএনপির কমিটি দেওয়ার অভিযোগ এনে আন্দোলনকারী নেতাকর্মীরা ঢাকা-বরিশাল মহাসড়ক আটকে দেন এবং ঢাকা-খুলনা মহাসড়কে মশাল মিছিল করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সদ্য ঘোষিত ভাঙ্গা পৌরসভা সম্মেলন প্রস্তুতি কমিটিকে অবৈধ ঘোষণা দিয়ে তা বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি শুরু করলে ওই পথে শত শত যানবাহন আটকে যায়।

প্রসঙ্গত, কেন্দ্রীয় বিএনপি আগামী ১২ জুলাইয়ের মধ্যে ফরিদপুর জেলা বিএনপির সম্মেলন আয়োজনের নির্দেশ দিয়েছে। এর আগে জেলার সব ইউনিটের কমিটি ভেঙে দিয়ে নতুন করে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। এ প্রক্রিয়ার অংশ হিসেবে ভাঙ্গা পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়েছে।

ভাঙ্গায় বিক্ষোভে অংশ নিয়েছেন ভাঙ্গার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব (পদ স্থগিত) মো. সজিব মাতব্বর। তিনি জানান, জেলা বিএনপি একটি পকেট কমিটি দিয়েছে। তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইছে এবং বিএনপিকে ধ্বংস করার পাঁয়তারা করছে। এর প্রতিবাদে আমরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছি।

জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া বলেন, কমিটি ১৫ সদস্য বিশিষ্ট। এর জন্য সবাইকে ওই কমিটিতে স্থান দেওয়া যায়নি। এ কারণে বিএনপির একাংশ বিক্ষুব্ধ হয়ে থাকতে পারে। যারা কমিটিতে স্থান পেয়েছেন এবং যারা কমিটিতে স্থান না পেয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তারা সবাই বিএনপি করেন।

তিনি বলেন, তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে এ খবর আমার জানা নেই।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান রাত সোয়া ১০টার দিকে বলেন, ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে। অবরোধ উঠানোর পর গাড়ির চাপ বেশি ছিল। কিছু সময় পর গাড়ির চাপ স্বাভাবিক হয়ে গেছে।

জহির হোসেন/এসএসএইচ