রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ৭ ঘণ্টা পর ফজলুর রহমান ফজল (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা। ফজল উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী (ভাঙনীপাড়া) গ্রামের মৃত রাজাই মন্ডলের ছেলে।

জানা যায়, বুধবার (৯ জুন) বেলা ১১টার দিকে ১২ থেকে ১৫ জন জেলে একসঙ্গে পদ্মা নদীতে মাছ ধরতে যায়। ওই সময় মাঝ নদীতে তারা ঝড়ের কবলে পড়লে তাদের ট্রলার ডুবে যায়। এতে ট্রলারে থাকা সবাই সাঁতরে পাড়ে উঠতে পারলেও ফজল স্রোতে ভেসে যান।

একই ট্রলারে থাকা মো. সোহেল রানা বলেন, সাঁতার দিয়ে নদী পার হওয়ার সময় মাঝ নদীতে ডুবে যান ফজলুর রহমান ফজল। পরে আমরা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেই। তারা এসে ঘটনাস্থল পরিদর্শন করে ডুবরি দলকে খবর দিয়ে চলে যায়। ডুবরি দল আসার আগেই আমরা জাল টেনে ৭ ঘণ্টা পর ফজলকে মৃত অবস্থায় উদ্ধার করি।

পাংশা মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শাহাদাত হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। স্থানীয়রা ৭ ঘণ্টা পর ফজলের লাশ উদ্ধার করে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

মীর সামসুজ্জামান/এমএসআর