মৃত ২ শিক্ষার্থী

বান্দরবানের লামা উপজেলার সরইয়ে দু’শিশু শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় কোয়ান্টাম কর্তৃপক্ষের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন শ্রেয় মোস্তাফিজ নামের এক শিক্ষার্থীর অভিভাবক। বুধবার (৯ জুন) দুপুরের পর লামা থানায় তিনি এই মামলা দায়ের করেন।

মামলায় কোয়ান্টাম ফাউন্ডেশন কর্তৃপক্ষের পাশাপাশি কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ এবং স্কুলের আবাসিকের তত্ত্বাবধায়কগণকে আসামি করা হয়েছে। লামা থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন এই খবর নিশ্চিত করেন।

এই মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ৭ জুন বেলা ১১টার দিকে স্কুলটির ষষ্ঠ শ্রেণির ২ শিশুশিক্ষার্থী শ্রেয় মোস্তাফিজুর রহমান (১১) এবং আব্দুল কাদের জিলানী (১২) খেলতে গিয়ে মারা গেছে। স্কুলের আবাসিকের এই শিক্ষার্থীরা বৃষ্টির মধ্যে স্কুলের মাঠেই খেলছিল। 

তবে টানা বৃষ্টির কারণে সৃষ্ট পাহাড়ি ঢলের স্রোতে ভেসে গিয়ে স্কুলের পার্শ্ববর্তী পানি নিষ্কাশন পাইপের ভেতর আটকা পড়ে। পরে সেখানেই তাদের দুজনের মৃত্যু হয়।

এই ঘটনায় কোয়ান্টাম ফাউন্ডেশন কর্তৃপক্ষ, কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ এবং স্কুলটির আবাসিকের তত্ত্বাবধায়কগণ স্কুলের শিক্ষার্থীদের প্রতি অবহেলা ও দায়িত্বে গাফিলতিকে দায়ি করেন মামলার বাদী।

৭ জুন লামার সরই ক্যায়াজুপাড়ার ঢেঁকিছড়া খালে ভাসতে থাকা কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজের ২ শিশু শিক্ষার্থী শ্রেয় মোস্তাফিজুর রহমান (১১) ও আব্দুল কাদের জিলানীর (১২) লাশ উদ্ধার করে স্থানীয় জনতা।

এরমধ্যে মোস্তাফিজ ঠাকুরগাঁও পৌরসভার বুলবুল মোস্তাফিজের ছেলে এবং আব্দুল কাদের চাঁপাইনবাবগঞ্জ সদরের রাণীহাট চকবহরম গ্রামের রজব আলীর ছেলে।

রিজভী রাহাত/এমএসআর