চাঁদপুরে মতলব উত্তরের মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেড ডুবির ১২ ঘণ্টা পর দুইজনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (১০ জুন) ভোররাতে উপজেলার দশানি মোহনপুর এলাকার মেঘনা নদীতে বাল্কহেডটি ডুবে যায়। 

এতে বাল্কহেডে থাকা চার শ্রমিকের মধ্যে দুইজন সাঁতরে তীরে উঠে প্রাণে বাঁচলেও অন্য দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- মিজানুর রহমান (২৫) ও সাজু সিকদার (২৩)। 

দুর্ঘটনাকবলিত বাল্কহেড থেকে প্রাণে রক্ষা পাওয়া নাঈম সিকদার ও মো. মহিউদ্দিন জানান, রাতে তারা চারজন ঘুমিয়ে ছিলেন। এ সময় নোঙর করা বাল্কহেডটি হঠাৎ ডুবে যায়। তারা দুইজন সাঁতরে তীরে গেলেও ঘুমিয়ে থাকার কারণে দুইজন ডুবে যায়।

এদিকে দুর্ঘটনার পর থেকে কোস্টগার্ড, নৌপুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে নিখোঁজ বাল্কহেড ও দুইজনের সন্ধানে অভিযান শুরু করে। দীর্ঘ ১২ ঘণ্টা পর বৃহস্পতিবার বিকেলে ডুবে যাওয়া বাল্কহেড ও নিখোঁজদের সন্ধান মেলে।

মতলব উত্তরের মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. অহিদুজ্জামান বলেন, নিহতদের বাড়ি বরগুনা তালতলী এলাকায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

শরীফুল ইসলাম/আরএআর