সিলেটে মাল্টিমিডিয়া সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ ও সনদ বিতরণ সম্পন্ন
সাংবাদিকতার পেশাগত উৎকর্ষ ও মানবিক দায়িত্ববোধকে কেন্দ্র করে মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আয়োজিত কর্মশালায় অংশ নেন সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত গণমাধ্যমকর্মীরা। ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি ও টেলিভিশন ও মাল্টিমিডিয়া সাংবাদিকতার ওপর বাস্তবভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
বিজ্ঞাপন
কর্মশালার শুরুতে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ সিলেটের সাংবাদিক এটিএম তুরাবসহ সকল শহীদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের আহ্বায়ক মাসুদ আহমদ রনি ও সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব এইচ এম শহীদুল ইসলাম।
বিজ্ঞাপন
এই কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন, দ্যা ডিসেন্ট ও এএফপি বাংলাদেশের সাবেক ফ্যাক্টচেক সম্পাদক কদরউদ্দিন শিশির, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি ও যমুনা টিভির সিলেট ব্যুরো প্রধান মাহবুবুর রহমান রিপন, ইমজার সাবেক সভাপতি ও এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট সজল ছত্রী, ইমজার সাবেক সাধারণ সম্পাদক ও এখন টিভির সিলেট ব্যুরো প্রধান গুলজার আহমদ, দ্য ডেইলি স্টারের ফটো সাংবাদিক শেখ আশরাফুল আলম নাসির, এখন টিভির ক্যামেরাপারসন অনিল পাল এবং প্রথম আলোর ফটো সাংবাদিক আনিস মাহমুদ।
প্রশিক্ষণ শেষে সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস উন নূর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ও সময় টিভির সিলেট ব্যুরো প্রধান ইকরামুল কবির ইকু, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও আধুনিক কাগজের সম্পাদক মঈন উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, প্রভাত বেলার সম্পাদক কবির আহমদ সুহেল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নাজমুল কবির পাভেল, সাধারণ সম্পাদক আশকার আমীন ইবনে লস্কর রাব্বি, উইমেন্স জার্নালিস্ট ক্লাবের সভাপতি সূবর্ণা হামিদ।
সনদ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রবীণ সাংবাদিক এমএ হান্নান,আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া এবং দ্য ডেইলি স্টারের সিলেট প্রতিনিধি দোহা চৌধুরী।
এর আগে সকাল ৯টায় কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির ১ম সদস্য ড.মো.এনামুল হক চৌধুরী।কর্মশালায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট ভয়েসের প্রকাশক সেলিনা চৌধুরী এবং উইমেন্স জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক শাকিলা ববি।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের লোগো উন্মোচন করেন।
কর্মশালার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অংশগ্রহণকারী সাংবাদিক আজমল হোসেন রুমান।
প্রসঙ্গত, মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের আয়োজিত এই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় সংগৃহীত তহবিল সম্পূর্ণভাবে ব্যয় করা হবে সিলেটের জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মামুন হাসানের চিকিৎসায়।
মাসুদ আহমদ রনি/আরকে