৩৩৩ নম্বরে ফোন করে খাবার পেল ৭০ পরিবার
নাটোরে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দুই পৌরসভায় সাতদিনের কঠোর লকডাউন চলছে। আর এই লকডাউনে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। জাতীয় তথ্যসেবা ৩৩৩ নম্বরে ফোন করে খাদ্য সহায়তা পেয়েছে নাটোরের ৭০টি পরিবার।
বৃহস্পতিবার (১০ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্য সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম। এ সময় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
ইউএনও মো. জাহাঙ্গীর আলম ঢাকা পোস্টকে বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী করোনার প্রভাবে কর্মহীন মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার নির্দেশ বাস্তবায়ন করা হচ্ছে। ৩৩৩ নম্বরে যারা ফোন করেছিলেন তাদের তথ্য যাচাই-বাচাই করে ৭০টি পরিবাবের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, আজ সকালে ৩৩৩ নম্বরে ফোন করে খাবার চাওয়ায় ৭০ পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকেখাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। যারা প্রকৃত কর্মহীন ও যাদের ঘরে খাবার নেই লকডাউনের এই কঠিন সময়ে সরকার তাদের পাশে আছে।
বিজ্ঞাপন
তাপস কুমার/আরএআর