সিলেটে পরিবহন মালিক-শ্রমিকদের কর্মবিরতির ডাক
সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভা
পাথরকোয়ারি খুলে দেওয়ার দাবিতে আগামী ১৭ জানুয়ারি থেকে সিলেট বিভাগের লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে পরিবহন মালিক ও শ্রমিকেরা। বুধবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত হয়।
নগরের সোবহানীঘাটস্থ একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকরিপি প্রদান করবে সংগঠনটি। পরে ১৬ জানুয়ারি দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। ১৭ জানুয়ারি থেকে লাগাতার কর্মবিরতি পালন করবে তারা।
বিজ্ঞাপন
সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পাথরকোয়ারি খুলে দেওয়ার দাবিতে ১৭ জানুয়ারি থেকে কর্মবিরতি পালন করবেন পরিবহন মালিক ও শ্রমিকেরা। কর্মবিরতিতে পরিবহন মালিক ও শ্রমিকদের সব সংগঠন সমর্থন জানিয়েছে। কর্মবিরতির সময়ে সিলেটের বিভাগে সব ধরনের পরিবহন চলাচল বন্ধ থাকবে।
বিজ্ঞাপন
সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক গোলাম হাদী ছয়ফুল ঢাকা পোস্টকে বলেন, সম্প্রতি পাথরকোয়ারি খুলে দেওয়ার দাবিতে আমরা ৭২ ঘণ্টার ধর্মঘট পালন করি। এই বিষয়ে বুধবার ধর্মঘট-পরবর্তী মূল্যায়ন ও করণীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় আমরা লাগাতার কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছি।
এমএসআর