সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভা

পাথরকোয়ারি খুলে দেওয়ার দাবিতে আগামী ১৭ জানুয়ারি থেকে সিলেট বিভাগের লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে পরিবহন মালিক ও শ্রমিকেরা। বুধবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত হয়।

নগরের সোবহানীঘাটস্থ একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকরিপি প্রদান করবে সংগঠনটি। পরে ১৬ জানুয়ারি দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। ১৭ জানুয়ারি থেকে লাগাতার কর্মবিরতি পালন করবে তারা।

সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পাথরকোয়ারি খুলে দেওয়ার দাবিতে ১৭ জানুয়ারি থেকে কর্মবিরতি পালন করবেন পরিবহন মালিক ও শ্রমিকেরা। কর্মবিরতিতে পরিবহন মালিক ও শ্রমিকদের সব সংগঠন সমর্থন জানিয়েছে। কর্মবিরতির সময়ে সিলেটের বিভাগে সব ধরনের পরিবহন চলাচল বন্ধ থাকবে।

সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক গোলাম হাদী ছয়ফুল ঢাকা পোস্টকে বলেন, সম্প্রতি পাথরকোয়ারি খুলে দেওয়ার দাবিতে আমরা ৭২ ঘণ্টার ধর্মঘট পালন করি। এই বিষয়ে বুধবার ধর্মঘট-পরবর্তী মূল্যায়ন ও করণীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় আমরা লাগাতার কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছি।

এমএসআর