টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২
টাঙ্গাইলে ব্যাটারিচালিত অটোরিকশাচালকসহ দুজন বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (১১ জুন) জেলার বাসাইল উপজেলার আইসড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লালু মিয়া বাসাইলের ফুলকী ইউনিয়নের আইসড়া পূর্বপাড়া গ্রামের সোহরাব মিয়ার ছেলে এবং নিহত আমিনুল ইসলাম লোকমান (৩৫) ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার উত্তর মহুল্লী গ্রামের আহম্মেদ আলীর ছেলে।
বিজ্ঞাপন
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মো. নবীন জানান, বিদ্যুৎস্পৃষ্টে আহত তিনজনকে হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় লোকমান মারা যান। বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বাসাইল থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আমীন ঢাকা পোস্টকে জানান, কোনো অভিযোগ না থাকায় লালু মিযার মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
অভিজিৎ ঘোষ/এনএ