শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল

বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় সাগর হোসেন (১৯) নামে এক ছাত্রলীগকর্মী নিহত হয়েছেন। এ সময় আরও দুই ছাত্রলীগকর্মী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১১ জুন) বিকেলে নন্দীগ্রাম পৌর শহরের নামুইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর হোসেন উপজেলার ভাটরা ইউনিয়নের মাটিহাঁস গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। আহত দুজন শ্যামল (১৮) ও সবুজ (১৮) একই গ্রামের বাসিন্দা এবং নিহত সাগরের বন্ধু।

জানা যায়, ছাত্রলীগের তিন কর্মী মোটরসাইকেলযোগে নন্দীগ্রাম থেকে তাদের বাড়ির উদ্দেশে রওনা হন। পথিমধ্যে নামুইট এলাকার রাস্তায় একটি অটোভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি ছিটকে পড়ে যাওয়ায় চালক সাগর হোসেন মারা যান।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। নিহত সাগর হোসেন ছাত্রলীগের কর্মী। এ তথ্য নন্দীগ্রাম উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শুভ আহম্মেদ নিশ্চিত করেছেন।

সাখাওয়াত হোসেন জনি/এমএসআর