জৈবিক উপায়ে মশকনিধনে এবার নগরীর খাল, ড্রেন ও জলাশয়ে ৫০ হাজার মশাখেকো মাছ ছেড়েছে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)। শুক্রবার (১১ জুন) বিকেলে জেলা শিল্পকলা একাডেমির পার্শ্ববর্তী খালে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র ইকরামুল হক টিটু।

এ সময় মসিক মেয়র বলেন, মশকনিধনে লার্ভিসাইড ও অ্যাডাল্টিসাইড প্রয়োগ, পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ নিয়মিত যেসব কার্যক্রম সেগুলো আমাদের অব্যাহত রয়েছে। এর পাশাপাশি জৈবিক উপায়ে মশক নিধনে আমরা কাজ করছি।

তিনি আরও বলেন, ইতোপূর্বে ১০ হাজার ব্যাঙ নগরীর বিভিন্ন খালে-ড্রেনে-জলাশয়ে অবমুক্ত করা হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রাথমিকভাবে ৫০ হাজার তেলাপিয়া ও খলিশা মাছ অবমুক্ত করা হচ্ছে। পরবর্তীতে আরও মশক নিধনকারী মাছ ছাড়া হবে।

মেয়র টিটু আরও বলেন, মশকনিধনে উন্মুক্ত জলাশয়ে হাঁস পালন এবং বৃক্ষ রোপনেরও পরিকল্পনা রয়েছে সিটি করপোরেশনের। আমরা সমন্বিতভাবে এই কার্যক্রমটি অব্যাহত রাখতে চাই। যাতে করে নগরবাসীকে মশার যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারি।

এ সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর সেলিনা আক্তার, মসিকের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

উবায়দুল হক/এমএসআর