গুজব প্রতিরোধে সাংবাদিকদের নিয়ে কর্মশালা
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে নাগরিক সমাজকে শক্তিশালীকরণের লক্ষ্যে ময়মনসিংহে সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরের ব্রাহ্মপল্লী এলাকার প্রশিকা মিলনায়তনে কর্মশালাটি হয়।
দ্য এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) নামের বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা এ কর্মশালার আয়োজন করে। এতে ময়মনসিংহে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার ২৫ সাংবাদিক অংশ নেন।
বিজ্ঞাপন
কর্মশালায় গুজব প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনায় অংশ নেন, দৈনিক ইত্তেফাকের জ্যেষ্ঠ প্রতিবেদক আমির মুহাম্মদ, আইইডি’র সমন্বয়ক জ্যোতি চট্টপাধ্যায়, সহযোগী সমন্বয়ক তারিক হোসাইন, প্রকল্প সমন্বয়কারী সিয়াম সারোয়ার জামিল ও ময়মনসিংহ কেন্দ্রের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক নূর নাহার বেগম।
বিজ্ঞাপন
এ সময় বক্তারা বলেন, নানা সময়ে দেশজুড়ে গুজব ছড়িয়ে পড়ার কারণে হানাহানি ও নিহতের ঘটনা ঘটছে। তবে সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে সব সময় দায়িত্বশীল ভূমিকা রাখেন সাংবাদিকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধেও নাগরিক সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান তারা।
উবায়দুল হক/এমএসআর