নাটোরের লালপুরে নিখোঁজের দুই দিন পর সুইট খান (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ জুলাই) দুপুরে উপজেলার গোপালপুর পৌরসভা এলাকার বিজয়পুর চৌকিদার মোড়ের এক পাটখেত থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সুইট ওই এলাকার আব্দুর রহমানের ছেলে।

জানা যায়, শনিবার সন্ধ্যায় সুইট বাড়ি থেকে বাজারের উদ্দেশে বের হয়ে আর ফেরে না। দুই দিন যাবত অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায় না তার পরিবার।

এ ঘটনার দুই দিন পর সোমবার স্থানীয় একটি পাটের জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান বলেন, সোমবার সকালে সুইটের পরিবারের লোকজন থানায় এসে তার নিখোঁজের বিষয়টি জানায়। এর কিছুক্ষণ পরেই ওই এলাকায় মরদেহ পাওয়ার খবর পাই। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য প্রেরণের প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এএমকে