মানিকগঞ্জ সদরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় অ্যাম্বুলেন্সের চালক গুরুতর আহত হয়েছেন। শনিবার (১২ জুন) সকাল ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মুলজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মানিকগঞ্জের শিবালয় উপজেলার দক্ষিণ পাচুরিয়া এলাকার মৃত নরুল ইসলামের ছেলে আ. আলিম (২৬) এবং একই উপজেলার কান্দা সাকরাইল এলাকার দিনেশ চন্দ্র হালদারের ছেলে দীপক হালদার (২৫)। আহত অ্যাম্বুলেন্স চালক হলেন যশোরের কোতোয়ালি থানার গোপপাড়া এলাকার মনু মিয়ার ছেলে মো. রনি মিয়া (৩০)।

মানিকগঞ্জ সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অ্যাম্বুলেন্স চালককে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। পরে আহতের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকামুখি মোটরসাইকেল এবং যশোরগামী লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যান। আহত হন অ্যাম্বুলেন্সের চালক। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্সটি থানা হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সোহেল হোসে/এসপি