বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আবু বকর সিদ্দিক (৭৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২৭ জন। মারা যাওয়া আবু বকর সিদ্দিক জয়পুরহাট জেলার পাঁচবিবির বিষ্ণুপুর এলাকার বাসিন্দা।

তিনি পেশায় কৃষিকাজ করতেন। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে বগুড়া টিএমএসএস হাসপাতালে মারা যান তিনি। শনিবার দুপুর সাড়ে ৩টায় এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

ডা. তুহিন বলেন, জেলায় ২৪ ঘণ্টায় ১৫২ নমুনার ফলাফলে নতুন করে ২৭ জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ১৭ দশমিক ৭৬ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ২৬ জন।

তিনি আরও বলেন, ১১ জুন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৪৩ নমুনায় ২৪ জনের পজিটিভ এসেছে। এছাড়া টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৯ নমুনায় ৩ জন করোনায় পজিটিভ শনাক্ত হয়েছেন।

ডা. তুহিন বলেন, এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১২ হাজার ৫১৪ জন এবং সুস্থতার সংখ্যা ১১ হাজার ৯৬৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ৩২৭ জনে দাঁড়িয়েছে। বর্তমানে করোনায় চিকিৎসাধীন রয়েছেন ২১৯ জন।

সাখাওয়াত হোসেন জনি/এমএসআর