পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে সামাদ সিদ্দিকী পারভেজ (১৭) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (আগস্ট) দুপুর আড়াইটার দিকে সৈকতের জিরো পয়েন্ট থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এর আগে বেলা ১১টায় ওই একই স্থানে গোসলে নেমে সে নিখোঁজ হয়। 

মৃত সামাদ মাগুরা সদর উপজেলার পশ্চিবাড়ীয়ালা হাজীপুর গ্রামের আলীউল ইসলামের ছেলে। তবে তাদের বর্তমান বসবাস খুলনা শহরের খালিশপুর এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল খুলনা থেকে সামাদসহ ৭ জন একসঙ্গে কুয়াকাটা বেড়াতে এসে হোটেল সৈকতে ওঠেন। পরে আজ বেলা ১১টার দিকে সৈকতের জিরো পয়েন্টে সামাদ ও তার বন্ধুরা একসঙ্গে গোসলে নামেন। এ সময় সামাদ ঢেউয়ের তোড়ে ডুবে যান। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় ক্যামেরাম্যানরা প্রায় সাড়ে তিন ঘণ্টা অভিযান চালিয়ে দুপুর আড়াইটার দিকে ওই একই স্থান থেকে সামাদের মরদেহ উদ্ধার করে।

কলাপাড়া ফায়ার সার্ভিসের লিডার শাহাদাৎ হোসেন বলেন, নিখোঁজ পর্যটককে সৈকতের জিরো পয়েন্ট থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এ বিষয় কুয়াকাটা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিকাশ মন্ডল বলেন, কুয়াকাটা সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটকের মরদেহ উদ্ধার করে হাসপাতাল থেকে নৌ-পুলিশের হেফাজতে রাখা হয়েছে। মৃত সামাদ সিদ্দিকের পরিবারের সদস্যরা এলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এসএম আলমাস/আরএআর