গোপালগঞ্জের কোটালীপাড়ায় পৃথক ঘটনায় পানিতে ডুবে আপন চাচাতো ভাই-বোনসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহত তিনজনের মধ্যে দুইজনই শিশু।

শুক্রবার (৮ আগস্ট) দুপুর ও বিকেলে উপজেলার নৈয়ারবাড়ি ও দক্ষিণ হিরণ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাদুল্লাপুর ইউনিয়নের নৈয়ারবাড়ী গ্রামের পঙ্কজ জয়ধরের ছেলে সজল জয়ধর (২০), শংকর জয়ধরের মেয়ে অনু ছোয়া জয়ধর (৭) এবং দক্ষিণ হিরন গ্রামের এনায়েত হোসেনের ছেলে ইসাহাক হোসেন (৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে নৈয়ারবাড়ি গ্রামের অনুছোয়া ও তার চাচাতো ভাই সজল বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। সাঁতার কাটতে কাটতে তারা মাঝপুকুরে পৌঁছালে অনুছোয়া পানিতে ডুবে যায়। তাকে বাঁচাতে গিয়ে সজলও ডুবে যায়। স্বজনরা খোঁজাখুঁজি করে প্রথমে সজলকে উদ্ধার করলেও অনুছোয়াকে পাওয়া যায়নি। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় জাল ফেলে অনুছোয়াকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

অন্যদিকে দুপুরে উপজেলার হিরন ইউনিয়নের দক্ষিণ হিরণ গ্রামে বাড়ির পাশে পুকুরে পড়ে ডুবে যায় শিশু ইসাহাক হোসেন। পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, কোটালীপাড়ার নৈয়ারবাড়ি ও হিরণ এলাকায় পৃথক ঘটনায় পানিতে ডুবে তিনজনের মৃত্যু হয়েছে।

আশিক জামান অভি/এএমকে