সিলেটের গোয়াইনঘাটে নিখোঁজের ২৪ ঘণ্টা পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মাসুম বিল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১০ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আহারকান্দি আমবাড়ি এলাকার নদীর তলদেশ থেকে স্থানীয় ডুবুরিরা মরদেহটি উদ্ধার করেন।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ।

তিনি বলেন, ঘটনার পর থেকেই বিজিবি, পুলিশ, প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছিলেন। স্থানীয় ডুবুরিদের পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরি দলও কাজ করেছে। প্রায় ২৪ ঘণ্টা পর নদীর তলদেশ থেকে বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। মরদেহটি প্রাথমিক সুরতহাল ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজিবি কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, শনিবার (৯ আগস্ট) বিকেল ৫টার পরে ভারতীয় চোরাই পণ্যবাহী নৌকা থামাতে গিয়ে বিজিবির নৌকার সঙ্গে ওই নৌকার ধাক্কা লাগে। এতে বিজিবির নৌকা ডুবে যায় এবং অস্ত্রসহ পানিতে তলিয়ে যান সিলেট বিজিবি ৪৮ ব্যাটালিয়নের সোনারহাট ক্যাম্পে কর্মরত সিপাহি মাসুম বিল্লাহ। ধাক্কার পর অপর বিজিবি সদস্য ও মাঝি সাঁতরে তীরে উঠলেও মাসুম বিল্লাহ নিখোঁজ ছিলেন। রাতভর স্থানীয় বাসিন্দারা ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল খোঁজ চালালেও তাকে পাওয়া যায়নি। আজ সারাদিন চেষ্টা চালিয়ে অবশেষে তার মরদেহ উদ্ধার করা হয়।

মাসুদ আহমদ রনি/এএমকে