সিলেট শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশিত হয়েছে।

রোববার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফলে দেখা যায়, মোট ২২১ জন শিক্ষার্থীর জিপিএ পরিবর্তন হয়েছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২২ জন এবং ফেল থেকে পাস করেছে ৩০ জন শিক্ষার্থী।

সিলেট শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর ১৭ হাজার ৬৮২ জন শিক্ষার্থী পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছেন। এর মধ্যে ৬৩৬টি খাতা পরিবর্তন এবং ৬২৯ জনের নম্বর পরিবর্তিত হয়েছে।

প্রসঙ্গত, ২০২৫ সালে সিলেট বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ২ হাজার ২১৯ জন। এর মধ্যে পাস করেছে ৭০ হাজার ৯১ জন। ছেলে ২৮ হাজার ৬৮৪ এবং মেয়ে ৪১ হাজার ৪০৭ জন। পাসের হার ৬৮.৫৭ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৬১৪ জন।

মাসুদ আহমদ রনি/এএমকে