রাজবাড়ীতে ১২৪ কেজি পলিথিন জব্দ, ২০ হাজার টাকা জরিমানা
রাজবাড়ী জেলার সদর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি দোকান থেকে ১২৪ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে। এসময় পলিথিন শপিং ব্যাগ মজুত ও বিক্রির দায়ে তাদেরকে ২০ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।
বুধবার (১৩ আগস্ট) বিকেলে রাজবাড়ী শহরের রেলগেট ও বড় বাজারের পান বাজারে এ অভিযান চালানো হয়।
বিজ্ঞাপন
জানা গেছে, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাফিজুর রহমান ও মো. আবুবকর সিদ্দিকের নেতৃত্বে রাজবাড়ী জেলার সদর উপজেলার রেলগেইট ও বড় বাজারের পান বাজার এলাকায় নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বড় বাজার এলাকার ৪টি দোকানে পলিথিন শপিং ব্যাগ মজুত ও বিক্রির দায়ে মোট ২০ হাজার ২০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করাসহ মোট ১২৪ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।
বিজ্ঞাপন
মোবাইল কোর্টে প্রসিকিউশন দেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. ইমরান হোসেন। মোবাইল কোর্ট অভিযানটি পরিচালনায় সহায়তা করে জেলা পুলিশের টিম।
পরিবেশ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হারুন-অর-রশিদ বলেন, ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে।
মীর সামসুজ্জামান সৌরভ/জেডএস