বরিশালে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪০, মৃত্যু ২
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় ৪০ জন নতুন করে আক্রান্ত হয়েছেন বলে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দফতর সূত্রে জানা গেছে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস সোমবার (১৪ জুন) বলেন, নতুন ৪০ জন শনাক্ত নিয়ে বিভাগে মোট আক্রান্ত শনাক্ত দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৮২ জন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, এর মধ্যে বরিশালে নতুন শনাক্ত ১৪ নিয়ে মোট ৭ হাজার ১৯৩ জন, পটুয়াখালীতে নতুন কেউ শনাক্ত হননি। এই জেলায় এখন পর্যন্ত মোট আক্রান্ত ২ হাজার ৩৪৫ জন, ভোলায় নতুন একজন নিয়ে মোট ১ হাজার ৯৭৮ জন, পিরোজপুরে নতুন ১৮ জন নিয়ে মোট ১ হাজার ৭৬৯ জন।
এছাড়া বরগুনা জেলায় নতুন শনাক্ত ৫ জন নিয়ে মোট আক্রান্ত ১৩১৩ জন এবং ঝালকাঠিতে নতুন দুইজন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত ১ হাজার ৩৮৪ জন।
বিজ্ঞাপন
হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জে. খান স্বপন বলেন, ২৪ ঘণ্টায় (রোববার) শেবাচিমের করোনা ইউনিটে ১১ জন ভর্তি হয়েছেন। উপসর্গ নিয়ে আইসোলেশনে ভর্তি দুইজন মৃত্যুবরণ করেন।
তিনি আরও বলেন, করোনা ওয়ার্ডে এখন ৫৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ১৯ জন পজিটিভ এবং ৩৮ জন আইসোলেশনে রয়েছেন। আরটিপিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ১৫ দশমিক ৪১ শতাংশ পজিটিভ এসেছে।
সৈয়দ মেহেদী হাসান/এমএসআর