দিনাজপুরের হিলি স্থলবন্দর এলাকায় গত ৪৮ ঘণ্টায় কাস্টমস কর্মকর্তাসহ ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সীমান্তবর্তী ছোট্ট এই উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৩ জনে। 

সোমবার (১৪ জুন) দুপুরে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলার সিভিল সার্জন ডা. কুদ্দুস আলী। তিনি বলেন, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ১৮৪টি নমুনা পরীক্ষা করে পুরো জেলায় ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে শুধু হিলিতেই আক্রান্ত  হয়েছেন ১৭ জন। বর্তমানে এই উপজেলায় করোনা আক্রান্তে সংখ্যা ৩৩ জন। এখানে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৩৫ জন। এ সময় সুস্থ হয়েছেন ১০১ জন।

এসপি