‘হেল্প, হেল্প’ বলে চিৎকার, কাছে যেতেই শিক্ষককে ছুরিকাঘাত স্কুলছাত্রীর
রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষককে ছুরিকাঘাত করেছে একজন ছাত্রী (১৬)। ওই ছাত্রী আগে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে পড়তেন। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে ২০২৩ স্কুল থেকে বহিষ্কার (টিসি) করা হয়েছিল।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ২টার দিকে নগরীর সপুরা এলাকার রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আহত হলেন- রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বাংলা বিষয়ের সহকারী শিক্ষক মারুফ কারখী (৩৪)। তার গলা ও হাতে জখম হয়েছে। তিনটি সেলাই লেগেছে।
ঘটনার পরে অভিযুক্ত ওই ছাত্রীকে (১৬) তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সে ওই শিক্ষাপ্রতিষ্ঠানটিতে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে। উচ্ছৃঙ্খল আচরণের কারণে ২০২৩ সালে তাকে প্রতিষ্ঠান থেকে টিসি দেওয়া হয়। বর্তমানে সে রাজশাহীর শহীদ কর্নেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুলে দশম শ্রেণিতে পড়ে।
বিজ্ঞাপন
রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এক কর্মকর্তা জানান, টিসি দেওয়ায় ওই শিক্ষার্থীর ক্ষোভ ছিল। শুধু শিক্ষক মারুফের প্রতি নয়, প্রতিষ্ঠানের সবার প্রতিই তার ক্ষোভ ছিল। যে কারণে হামলার পরিকল্পনা ছিল তার।
তিনি আরও জানান, দুপুরে স্কুল ছুটি হলে মারুফ কারখী স্কুটি নিয়ে বাসায় ফিরছিলেন এ সময় রাস্তায় অপেক্ষমাণ ছাত্রী ‘হেল্প, হেল্প’ বলে ডাকতে থাকে। বিপদে পড়েছে ভেবে শিক্ষক স্কুটি থেকে নেমে কাছে যেতেই হঠাৎ সে তার গলায় ছুরি চালায়। প্রতিরোধ করতে গিয়ে শিক্ষকের হাতে ও গলায় জখম হয়। পরে স্থানীয়রা ছাত্রীকে আটক করে স্কুলে খবর দেন। আহত শিক্ষককে দ্রুত রাজশাহীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানে তার শরীরে তিনটি সেলাই দিতে হয়।
ঘটনার পর অভিভাবককে ডেকে তাদের হাতে ছাত্রীকে তুলে দেওয়া হয়। স্কুল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো আইনি পদক্ষেপ নেয়নি। ঘটনার পরের একটি ভিডিওতে দেখা যায়, ওই ছাত্রী অশ্রাব্য ভাষায় গালাগাল করছে।
এ বিষয়ে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল নাঈম আব্দুল্লাহ গণমাধ্যমে কোনো মন্তব্য করেননি।
এ বিষয়ে বোয়ালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, স্কুল কর্তৃপক্ষ পুলিশকে জানিয়েছে, বিষয়টি নিজেরাই সমাধান করবেন। এ নিয়ে থানায় কোনো অভিযোগ হয়নি।
শাহিনুল আশিক/এমএন