স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার জন্যই সরকার সবধরনের প্রস্তুতি গ্রহণ করছে। জুলাই সনদের বিষয়ে রাজনৈতিক দলগুলো ও ঐক্যমত কমিশনের বৈঠকে ঐকমত্য হলে অন্তর্বর্তীকালীন সরকার আরও দৃঢ়ভাবে নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারবে।

বুধবার (২০ আগস্ট) বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-সংলগ্ন নগরীর পার্কের মোড়ে শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ৫ আগস্টের পর ইউনিয়ন পরিষদে যেসব কট্টর আওয়ামীপন্থি চেয়ারম্যান ছিলেন, তারা পালিয়ে গেছেন। এর ফলে জনগণকে দৈনন্দিন সেবা দিতে পারছে না স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলো। জন্ম নিবন্ধন, এনআইডি কার্ড থেকে শুরু করে সবধরনের দৈনন্দিন সেবার জন্য মানুষ স্থানীয় সরকারের ওপর নির্ভরশীল। যার কারণে আমরা চেয়েছিলাম স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে, কিন্তু রাজনৈতিক দলগুলো এ বিষয়ে একমত না হওয়ায় সেটা করা সম্ভব হয়নি। এ সমস্যা নিরসনের জন্য যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার কাঠামো পুনর্গঠন করা।

তিনি বলেন, বিগত সময়ে স্থানীয় সরকার নির্বাচনেও ভোট চুরি হয়েছে, কেন্দ্র দখল করা হয়েছে, সে কারণে উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোকে ভেঙে দিতে হয়েছে। কিন্তু সেই জায়গাগুলো ফাঁকা হয়ে গিয়েছে। সে জায়গাগুলো পূরণে সরকারি অফিসাররা একেকজন দুই-তিনটা অতিরিক্ত দায়িত্ব পর্যন্ত পালন করছেন। সেক্ষেত্রে তাদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। তবে ইউনিয়ন পরিষদ যদি আমরা ভেঙে দিই, তাহলে সেটা পরিচালনা করার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ অফিসার নেই এবং এটা একটা বড় জাতীয় সংকট তৈরি হবে। সেই জায়গা থেকে আসলে ইউনিয়ন পরিষদ ভেঙে দেওয়া হয়নি।

উপদেষ্টা বলেন, ইতোমধ্যেই স্থানীয় সরকার থেকে আমরা আঞ্চলিক বৈষম্য নিরসনের জন্য প্রয়োজনীয় ২৯টি উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা সংশোধন করেছি। আঞ্চলিক বৈষম্য তো এক দিনে বা এক রাতে নিরসন করা সম্ভব নয় বা সমাধান হয়ে যাওয়া সম্ভব নয়। অবশ্যই সদিচ্ছা থাকলে আস্তে আস্তে যত সময় যাবে এগুলো সমাধান হয়ে আসবে।

তিনি আরও বলেন, শহীদ আবু সাঈদ শুধু একজন ব্যক্তি নন, তিনি ছিলেন একটি আদর্শের নাম। তার আত্মত্যাগ আমাদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে এই ইতিহাস পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব।

এ সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইনডোর ও আউটডোর স্টেডিয়াম নির্মাণ এবং পরিবহন সমস্যা নিরসনে বাসের দাবি তুলে ধরে সাধারণ শিক্ষার্থীরা উপদেষ্টাকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

এর আগে, উপদেষ্টা আসিফ মাহমুদ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়ন ও কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের সংযোগকারী তিস্তা নদীর ওপর নির্মিত ১৪৯০ মিটার দীর্ঘ ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধন করেন।

এ সময় অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ উপস্থিত ছিলেন।

ফরহাদুজ্জামান ফারুক/এএমকে