খুলনার বয়রা এলাকা থেকে তিসা (১৯) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার ঘর থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, সেখানে লেখা ছিল—‘বাবা-মা আমাকে ক্ষমা করে দিও।’

মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাতে এলাকার একটি পাঁচতলা ভবনের ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

তিসা সরকারি বয়রা মহিলা কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি যশোরের অভয়নগর উপজেলার আব্দুর রউফ মোল্লার মেয়ে।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বয়রা কলেজের বিপরীতে পাঁচতলা একটি ভবনের ফ্ল্যাটে আরও দুইজন ছাত্রীসহ ভাড়া থাকতেন তিসা। কয়েক দিন আগে তিনি বাড়িতে গিয়েছিলেন এবং সেখান থেকে আবার ফ্ল্যাটে ফিরে আসেন। এ সময় তার রুমমেটরা নিজ নিজ বাড়িতে বেড়াতে যান। একা থাকার সুযোগে রাতে ফ্যানের হুকের সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।

ওসি আরও বলেন, রাতে নিরাপত্তা প্রহরী বিষয়টি টের পেয়ে বাড়ির মালিককে জানান। পরে মালিক খবর দেন তিসার বাবাকে। তারা অভয়নগর থেকে খুলনায় এসে ফ্ল্যাটের দরজা বন্ধ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে দরজা ভেঙে তিসার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

মোহাম্মদ মিলন/এএমকে