গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সদস্য পরিচয়ে কারাগারে বন্দি ছাত্রলীগ কর্মীর সঙ্গে দেখা করতে গিয়ে আটক হয়েছেন মেহেদী হাসান শাওন নামে এক যুবক। শনিবার (২৩ আগস্ট) সকালে বরিশাল কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময়ে তার কাছ থেকে একটি ওয়াকিটকি, মোটরসাইকেল ও দুটি মোবাইলসহ বেশ কিছু কাগজপত্র হেফাজতে নেওয়া হয়। 

আটক মেহেদী হাসান সদর উপজেলার ডেফুলিয়া গ্রামে ফিরোজ আলমের ছেলে।

বরিশাল কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, তিনি শুক্রবার বিকেলে বন্দি থাকা শিক্ষার্থী হুসাইন আল সোহানের সঙ্গে সাথে দেখা করতে চান। পরে তাকে শনিবার সকালে আসতে বলা হয়। সকালে কারাগারে এসে তিনি নিজেকে গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সদস্য পরিচয় দেন। সন্দেহ হলে সংশ্লিষ্ট সংস্থার সাথে যোগাযোগ করা হয়। এ সময় মেহেদীর কাছে আইডি কার্ড দেখতে চাইলে তিনি দেখাতে পারেনি। একপর্যায়ে নিশ্চিত হওয়া যায় ওই ব্যক্তি ভুয়া পরিচয় দিয়ে প্রতারণা করছেন। আটককৃতকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

উল্লেখ্য, আটক মেহেদী হাসান ২০২৪ সালে প্রতারণার ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন। তিনি দীর্ঘদিন ধরেই নিজেকে কখনও ডিজিএফআই, কখনো বিজিবি আবার কখনো কোস্টগার্ডের গোয়েন্দা পরিচয় দিয়ে বেড়াতেন। এসব পরিচয় ব্যবহার করে বিভিন্ন জনের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগও আছে। তবে স্বাস্থ্যখাত আন্দোলনে যোগ দিয়ে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী হুসাইন আল সোহানের সাথে দেখা করতে গিয়ে কারাগারে ফাঁস হয়ে যায় প্রতারণার বিষয়টি।

সৈয়দ মেহেদী হাসান/আরএআর