দিনাজপুরের হাকিমপুরে হিলি স্থলবন্দরের পানামা পোর্টের ওয়্যারহাউসের ৩ নম্বর সেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৪ আগস্ট) বিকেল ৪টার দিকে ব্লিচিং পাউডার ট্রাকে তোলার সময় হঠাৎ আগুন ধরে যায়। এতে মুহূর্তেই শ্রমিক ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বন্দর সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বিকেল ৪টার দিকে একটি বাংলা ট্রাকে ব্লিচিং পাউডার লোড দেওয়ার সময় হঠাৎ আগুন ধরে যায়। স্থানীয় লোকজন প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। খবর পেয়ে হাকিমপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

হিলি স্থলবন্দরের পানামা পোর্টের পরিদর্শক সেলিম রেজা জিন্না বলেন, আগুন কীভাবে লেগেছে, তা তদন্তের পর জানা যাবে। তবে অগ্নিকাণ্ডের আধা ঘণ্টার মধ্যেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

আমদানিকারকের প্রতিনিধি হেলেন বলেন, ওয়্যারহাউসের তিন নম্বর সেডে প্রায় ৪০ মেট্রিক টন ব্লিচিং পাউডার রাখা ছিল। এর মধ্যে তিনটি ট্রাকে পণ্য লোড শেষ হওয়ার পর চতুর্থ ট্রাকে তুলতে গিয়ে আগুনের ঘটনা ঘটে।

শরিফুল ইসলাম/আরএআর