ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অটোরিকশা থেকে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৫ জুন) সকালে এ দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন পৌর এলাকার চরহোসেনপুর গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে শরিফ মিয়া (২৮) ও চরশিহারি গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে তাজুল ইসলাম (২২)।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় মুক্তিযোদ্ধা সংসদ চত্বর ও কাঁচামাটিয়া সেতু এলাকায় দীর্ঘদিন ধরে কয়েকটি চক্র চাঁদাবাজি করে আসছিল। চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে গত রোববার (১৩ জুন) অটোরিকশার চালকরা এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত অভিযোগ করেন।

এ পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বেলা ১১টার দিকে ওই এলাকায় অভিযান চালান ইউএনও মো. জাকির হোসেন।

ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন বলেন, চাঁদাবাজির অভিযোগে অভিযান চালিয়ে ওই দুই যুবককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১৫ দিনের দণ্ডাদেশ দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

উবায়দুল হক/এনএ