রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণ অধিকার পরিষদের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের আহত হওয়ার প্রতিবাদে লাঠি মিছিল হয়েছে শেরপুরে। 
 
গতকাল সন্ধ্যায় নুর আহত হওয়ার পর রাত সাড়ে ১২টার দিকে দলটির নেতাকর্মীরা শেরপুর পৌরসভার খরমপুর মোড় থেকে মিছিলটি শুরু করেন। মিছিলটি খরমপুর মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মোড়ে গিয়ে গণঅধিকার পরিষদের শেরপুর জেলা কার্যালয়ের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

লাঠি মিছিলে উপস্থিত ছিলেন— গণঅধিকার পরিষদের শেরপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক কাজি হায়াত, যুগ্ম আহ্বায়ক আবু সাইদ, যুগ্ম সদস্য সচিব গোরাঙ নূর, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক সুজনসহ অন্যান্য নেতাকর্মীরা।

প্রসঙ্গত, শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় আহত হন নুরুল হক নুরসহ বেশ কয়েকজন।

মো. নাইমুর রহমান তালুকদার/এনএফ