জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেছেন, দল হিসেবে জাতীয় পার্টি ভারতের এজেন্ট, তারা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নয়।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে নিউ মার্কেট এলাকায় সাতক্ষীরা জেলা জাতীয় নাগরিক পার্টি আয়োজিত ‘উঠানে নতুন সংবিধান’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

সরোয়ার তুষার বলেন, আওয়ামী লীগ যেমন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, তেমনি জাতীয় পার্টিও পারবে না। জাতীয় পাটির কারণে পুলিশ ও সেনাবাহিনীর একটি অংশ নুরের ওপর হামলা চালিয়েছে। যারা এই হামলার নির্দেশ দিয়েছে, তাদেরকে আইনের আওতায় আনা জরুরি।
 
জাতীয় নাগরিক পার্টির সাতক্ষীরা জেলা কমিটির প্রধান সমন্বয়ক মো. কামরুজ্জামান বুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতা ও সাতক্ষীরা জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন। 

ইব্রাহিম খলিল/এআরবি