সিরাজগঞ্জের শাহজাদপুর, উল্লাপাড়া ও কাজীপুর উপজেলায় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) দুপুর ও বিকেলে পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়। কাজীপুরের ঘটনায় আহত হয়েছেন তিনজন।

মঙ্গলবার দুপুরে শাহজাদপুর উপজেলার সড়াতৈলে মারা যান নজরুল ইসলাম (৪৮) নামে এক কৃষক। শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. শামসুজ্জোহা ঢাকা পোস্টকে বলেন, দুপুরে জমি থেকে খড় আনতে যান নজরুল ইসলাম। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

উল্লাপাড়া উপজেলার কয়ড়া গ্রামে মঙ্গলবার বিকেলে মারা যান কৃষক আতিকুর রহমান। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস জানান, বিকেলে নিজের জমিতে কৃষিকাজ করছিলেন আতিকুর রহমানসহ চারজন। এ সময় বজ্রপাত হলে চারজনই গুরুতর আহত হন। তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আতিকুর রহমানকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহতরা হলেন, কয়ড়া হোরপাড়া গ্রামের রবিউল ইসলাম (৪৬), সাইফুল ইসলাম (৪৫) ও জহুরুল ইসলাম (২৪)।

এদিকে আরেকটি বজ্রপাতের ঘটনায় মঙ্গলবার বিকেলে মারা যান কাজীপুর উপজেলার নিশ্চিন্তপুরের কৃষক ফরিদ উদ্দীন। নিশ্চিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন।

শুভ কুমার ঘোষ/এমএসআর/জেএস