সাংবাদিক বুলুর মৃত্যুর ঘটনায় অধিকতর তদন্তের দাবি
খুলনার সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর মৃত্যুর ঘটনায় অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের নিউ মার্কেট মোড়ের শহীদ স. ম আলাউদ্দীন চত্বরে সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
মানববন্ধনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির স্টাফ রিপোর্টার আবুল কাসেম।
এ সময় বক্তব্য দেন প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, সময় টিভির মমতাজ আহমেদ বাপী, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাসস প্রতিনিধি মো. আসাদুজ্জামান, সহসভাপতি ও সাপ্তাহিক মুক্ত স্বাধীন সম্পাদক আবুল কালাম, ডিবিসি নিউজের এম বেলাল হোসাইন, মাইটিভির ফয়জুল হক বাবু, মানবজমিনের এসএম বিপ্লব হোসেন, আমার বার্তার কাজী নাসির উদ্দীন ও সমাজের কথার সিরাজুল ইসলামসহ আরও অনেকে।
বিজ্ঞাপন
বক্তারা বলেন, সম্প্রতি ঢাকার সাংবাদিক বিভুরঞ্জন সরকার, খুলনার সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলু এবং উখিয়ার সাংবাদিক মোহাম্মদ আমিনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এগুলোকে আত্মহত্যা হিসেবে দেখানো হলেও বিষয়গুলো নিয়ে জনমনে সন্দেহ রয়েছে। তাই এসব ঘটনায় নিরপেক্ষ ও অধিকতর তদন্ত জরুরি।
তারা আরও বলেন, শুধু সাংবাদিক নয়, সারা দেশে প্রতিনিয়তই নদী থেকে মরদেহ উদ্ধারের ঘটনা ঘটছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ইঙ্গিত বহন করছে। অথচ সরকার কেবল বিবৃতি দিয়েই দায়মুক্ত হওয়ার চেষ্টা করছে। বক্তারা এসব ঘটনার সঠিক তদন্ত ও প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানান।
ইব্রাহিম খলিল/এএমকে