ক্রয়কৃত জমির দখল না পেয়ে ৩৩ বছর পর মানববন্ধন
৩৩ বছর আগে কিনেছেন জমি। জমির দখল বুঝে পাননি আজও। স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি সেই জমি দখল করে সেখানে নির্মাণ করেছেন দোকানঘর। ঘটনার ভুক্তোভোগীর নাম আফজাল হোসেন। দীর্ঘদিন আইনি লড়াই চালিয়েও জমির দখল না পেয়ে অবশেষে ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন করেছেন আফজাল হোসেন, তার পরিবার ও আত্মীয়-স্বজনেরা।
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ বাজারে তার কেনা জমির ওপর নির্মিত দোকানঘরের সামনে তারা এ মানববন্ধন করেন।
বিজ্ঞাপন
ভুক্তভোগী আফজাল হোসেন বলেন, ১৯৯২ সালে পাইকড়দাড়িয়া মৌজায় আট শতক জমি ক্রয় করি। কিন্তু দিয়র গ্রামের প্রভাবশালী মতলেব উদ্দীন জাল দলিল তৈরি করে জমিটি দখল করেন এবং সেখানে ছয়টি দোকানঘর নির্মাণ করেন। বর্তমানে জমিটির বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা। সুপ্রিম কোর্ট পর্যন্ত রায় আমার পক্ষে এসেছে। কিন্তু আজও দখল বুঝে পাইনি। প্রতিপক্ষ মতলেব উদ্দীন ও তার লোকজন জমিতে যেতে বাধা দিচ্ছেন এবং প্রাণনাশের হুমকি দিচ্ছেন। আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে মতলেব উদ্দীন বলেন, আফজাল হোসেন মাত্র ৩ শতক জমি কবলা করেছেন, কিন্তু দাবি করছেন ৮ শতক। ওই ৩ শতক জমিও তার দখলে নেই। তিনি কেবল নিম্ন আদালত থেকে একটি রায় পেয়েছেন। মামলাটি এখনো আদালতে চলমান।
বিজ্ঞাপন
চম্পক কুমার/এআরবি