ভাগনের ছুরিকাঘাতে মামার মৃত্যু, আহত ১
মোস্তাফিজুর রহমান মোস্তাকের স্ত্রী রেশমা আক্তারের আহাজারি
জয়পুরহাটে পাওনা টাকার জের ধরে ভাগনে রাজু আহম্মেদের (২৭) ছুরিকাঘাতে মামা মোস্তাফিজুর রহমান মোস্তাকের (৩৫) মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোস্তাকের আরেক ভাগিনা ও রাজুর খালাতো ভাই খাদেমুল ইসলাম জীম (১৬) গুরুতর আহত হয়েছে। বুধবার (১৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে শহরের হারাইল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মামা মোস্তাক ওই এলাকার মৃত মোকলেছারের ছেলে। আহত জীম গাইবান্ধার চাঁপাদই এলাকার জহুরুলের ছেলে। আর রাজু আহম্মেদ হারাইল পশ্চিম পাড়া এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী সোহান বলেন, মামা-ভাগিনা মিলে মারামরি হয়েছে। রাজু চাকু নিয়েছিল আর মোস্তাকের হাতে একটা দা ছিল। কিন্তু মোস্তাক দা দিয়ে মারতে পারেননি। রাজু মারতে গিয়ে বাড়ির টিনের ছাউনিতে তার মাথা কেটে যায়। পরে রাজু মোস্তাককে ছুরি দিয়ে এলোপাতাড়ি মারতে থাকে। জীম তাকে বাঁচাতে এলে তাকেও মারে রাজু।
আরেক প্রত্যক্ষদর্শী মাহবুব আলম বলেন, শুনেছি টাকা লেনদেনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। মোস্তাক রাজুর কাছ থেকে টাকা ধার নিয়েছেন। এরপর রাজু পাওনা টাকা চান। মোস্তাক তাকে ৫০ হাজার টাকা দিতে চান। তবে রাজু রাজি না হয়ে মোস্তাকের পুরো বাড়িটা লিখে দিতে বলেন।
বিজ্ঞাপন
মোস্তাকের ভাগনি মারুফা আক্তার বলেন, বিয়ের দাওয়া খেতে আমরা মামা মোস্তাকের বাড়িতে আসি। বুধবার সকালে বাড়িতে যাওয়ার সময় রাজু এসে মামার কাছে টাকা চায়। মামা ও পরিবারের লোকজন তাকে বলে, আমরা ৫০ হাজার টাকা দিতে চেয়েছি, তুমি নাওনি। তখন রাজু বলে, আমি তোমাদের বাড়ি লিখে নিতে চাই।
তিনি বলেন, রাজুর মা রাজুকে চাকু এনে দিয়েছেন। ওই চাকু দিয়ে সে মামাকে এলোপাতাড়ি মারতে থাকে। খালাতো ভাই খাদেম তাকে বাঁচাতে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। এতে মামার মৃত্যু হয় এবং খাদেম গুরুতর আহত হয়।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) এ কে এম আলমগীর জাহান ঢাকা পোস্টাকে বলেন, মোস্তাকের কাছ থেকে তার ভাগিনা রাজু ২০ হাজার টাকা পায়। রাজু টাকা না নিয়ে মামার বাড়ির জায়গা লিখে দিতে বলে। কিন্তু ওই বাড়িটি মোস্তাকের বোনের নামে ছিল। এ জন্য সে দিতে পারেনি।
এ ঘটনায় বুধবার সকালে রাজু তার মামার গলায় ছুরিকাঘাত করে। এতে মোস্তাকের মৃত্যু হয়। তাকে বাঁচাতে গিয়ে রাজুর খালাতো ভাই জীম গুরুতর আহত হয়। তাকে প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে চিকিৎসক রংপুর মেডিকেলে স্থানান্তর করে।
তিনি বলেন, ঘটনার সময় রাজু মাথায় টিন লেগে কেটে যায় এবং সে আহত হয়। বর্তমানে রাজু পুলিশি নজরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।
চম্পক কুমার/এনএ