রাজশাহী বিভাগজুড়ে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের প্রাণ নিয়েছে মহামারি করোনা। এই ২৪ ঘণ্টায় করোনা ধরা পড়েছে আরও ৮১৩ জনের। এ পর্যন্ত বিভাগে করোনা সংক্রমণ দাঁড়াল ৪৪ হাজার ৪২৬ জনে। এ পর্যন্ত ৬৮৭ জনের প্রাণ নিয়েছে করোনা।

বুধবার (১৬ জুন) দুপুরের দিকে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিক সংবাদবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এদিকে, করোনার হটস্পট এখনো রাজশাহী। এই জেলায় এক দিন ৩৪৩ জনের করোনা ধরা পড়েছে। এটি গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা সংক্রমণের সর্বোচ্চ রেকর্ড।

একই দিনে নওগাঁয় ১২৫, নাটোরে ১২০, জয়পুরহাটে ৬৬, চাঁপাইনবাবগঞ্জে ৫৬, বগুড়ায় ৪১, পাবনায় ৩৫ এবং সিরাজগঞ্জে ২৭ জনের করোনা ধরা পড়েছে।

এর আগে গত ১৫ জুন ৩৫৩, ১৪ জুন ৩০৮, ১৩ জুন ৩৬৮, ১২ জুন ১৯৫, ১১ জুন ১৯৫, ১০ ‍জুন ৩৫৩, ৯ জুন ৩৫৩, ৮ জুন ২৯৯, ৭ জুন ২৭০, ৬ জুন ২২২, ৫ জুন ২৮৮, ৪ জুন ৩৭২ জন, ৩ জুন ৩৭৮ জন, ২ জুন ৪২৭ জন এবং ১ জুন ৩৮২ জনের করোনা ধরা পড়েছে রাজশাহীতেই।

এদিকে, এক দিনে বিভাগে যে ১৫ জন প্রাণ হারিয়েছেন তার মধ্যে ছয়জনই চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় চারজন মারা গেছেন বগুড়া জেলায়।

করোনার হটস্পট রাজশাহীতে এই দিন প্রাণ গেছে দুজনের। দুজন মারা গেছেন নওগাঁ জেলায়। এছাড়া নাটোরেও একজন প্রাণ হারিয়েছেন করোনায়।

বিভাগীয় স্বাস্থ্য দফতরের হিসেবে, গত ১৩, ৭ ও ৬ জুন রাজশাহী জেলায় করোনায় প্রাণহানির খবর নেই। তবে ১৫ জুন তিনজন, ১৪ জুন দুজন, ১২ জুন চারজন, ১১ জুন ৫ জন, ১০ জুন তিনজন, ৯ জুন একজন, ৮ জুন একজন এবং ৫ জুন তিনজন প্রাণ হারান।

বিভাগীয় স্বাস্থ্য দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিভাগে করোনায় যে ৬৮৭ জন প্রাণ হারিয়েছেন তার মধ্যে সর্বোচ্চ ৩৩১ জন বগুড়া জেলার বাসিন্দা। 

এছাড়া রাজশাহীতে ১১৪, চাঁপাইনবাবগঞ্জে ৮৩, নওগাঁয় ৫৬, নাটোরে ৩৯, সিরাজগঞ্জে ২৭, পাবনায় ২২ এবং জয়পুরহাটে ১৫ জন প্রাণ হারিয়েছেন।

এ পর্যন্ত বিভাগের আট জেলায় হাসপাতালে চিকিৎসাধীন ৪ হাজার ৫০৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ জন। এ পর্যন্ত বিভাগে করোনাজয় করেছেন ৩৪ হাজার ৩৭০ জন। ২৪ ঘণ্টায় হাসপাতাল ছেড়েছেন ৪১২ জন।

ফেরদৌস সিদ্দিকী/এমএসআর