ঝিনাইদহ জেলার সব পৌরসভা এলাকায় বিকেল ৫টা থেকে সকাল ৬টা পর্যন্ত দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধুমাত্র জেলা শহরে ইজিবাইকসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে দূরপাল্লার যানবাহন চলাচল অব্যাহত থাকবে। আগামী শনিবার (১৯ জুন) থেকে এ আদেশ কার্যকর হবে। 

বুধবার (১৬ জুন) বিকেল ৩টার দিকে জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মো. মুনতাসিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. সেলিনা বেগম, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 

সভায় মহেশপুর উপজেলার সীমান্ত সংলগ্ন ছয়টি ইউনিয়নে পূর্বে জারি করা নিষেধাজ্ঞার মেয়াদ আরও সাতদিন বাড়ানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহে ১২০ জনের নমুনা পরীক্ষা করে ৪৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় ২২ জন, শৈলকুপায় ৫ জন, হরিণাকুন্ডুতে ৭ জন, কালীগঞ্জে ৬ জন ও মহেশপুর উপজেলাতে ৩ জন আক্রান্ত হয়েছেন।

ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহে ১২০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শতকরা হিসেবে আক্রান্তের হার ৩৫ শতাংশ। এ পর্যন্ত জেলায় মৃত্যুবরণ করেছেন ৬১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ১৯৭ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৮৪১ জন। বুধবার সদর হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন একজন। তার নাম মো. কামরুজ্জামান। তিনি যশোর জেলা শহরের খাজুরা এলাকার জয়নুদ্দীনের ছেলে। 

আব্দুল্লাহ আল মামুন/আরএআর