বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো: শাহজাহান মিঞা বলেছেন, আগামীতে জনগন বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশার প্রতিফলন ঘটবে।

সেই সঙ্গে কাঠামোগত সংস্কারের মাধ্যমে দেশ বহির্বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে দেশ, কোনো রাজনৈতিক বৈষম্য থাকবে না। নারীদের অধিকারও অবশ্যই নিশ্চিত করা হবে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কানসাট ইউনিয়নে গনসংযোগকালে বালুচর এলাকায় নারীদের উপস্থিতিতে উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।

এ সময় বিএনপির চেয়ারপারসনের এই উপদেষ্টা আরও বলেন, দেশের চলমান পরিস্থিতি মোকাবিলায় আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তারেক রহমান ৩১ দফা উন্নয়নমূলক কর্মপন্থা অবলম্বনে কাজ করছেন। নারীদের ফ্যামিলি কার্ড, নারীদের ডিজিটাল স্বাস্থ্যসেবা কার্ড, সম্পূর্ণ বিনা অর্থে চিকিৎসাসেবা নিশ্চিত, নারী অধিকার নিশ্চিত, নারীর ক্ষমতায়ন, নারীদের কর্মসংস্থান ব্যবস্থাসহ নানামুখী দিক নির্দেশনা বাস্তবায়নের কাজ করছেন তারেক রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোঃ আশরাফুল হক, সদস্য সচিব মোঃ তোসিকুল আলম, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ আলমগীর কবির জুয়েল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আহম্মেদ বাবু, কানসাট ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা টমাস মাষ্টারসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মো: আশিক আলী/এসএমডব্লিউ